গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ কমল সরকার গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিন প্রধান শিক্ষককে ম্যানেজ করে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ ভাবে সেচ যন্ত্রে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১২টায় সরজমিনে গেলে দেখা গেছে, বিদ্যালয়ের নির্মানাধীন বহুতল ভবনের পাশে একটি সেচ যন্ত্র (মটার) চলছে। যা থেকে পানি ড্রেন দিয়ে দুরের একটি আবাদী জমিতে যাচ্ছে। সেচ যন্ত্রের সংযোগটি কোন মিটার থেকে দেয়া হয়েছে তা খুজতে গেলে দেখা যায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের কক্ষের সামনের জানালা ছিদ্র দিয়ে কক্ষের ভিতরে মিটার থেকে সংযোগটি দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংযোগটি কি ভাবে কে দিয়েছে তা আমি জানিনা। আবার হঠাৎ করে তিনি বলে উঠেন নতুন ভবনের কাজের জন্য সংযোগটি দেয়া হয়েছে। ওই মুহুর্তে প্রধান শিক্ষক অন্য একজনকে সেচ যন্ত্রের মালিক পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিনকে ডাকতে বলেন। প্রধান শিক্ষক আগে বলেন সংযোগটি কি ভাবে কে দিয়েছে তিনি জানেন না। পরক্ষনেই তিনি ওই সদস্যকে (সেচ যন্ত্রের মালিক) ডাকতে বলেন । প্রধান শিক্ষকের কোন কিছু না জানার বিষয়টি রহস্যজনক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানায়, পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিন দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে সেচ যন্ত্রটি চালাচ্ছেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের গৌরীপুর অভিযোগ শাখায় ফোনে অভিযোগ করলে তারা বিষয়টি আমলে না নিয়ে ময়মনসিংহ অভিযোগ করতে বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লিটন মন্ডলের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে বলেন আমি এলাকায় থাকি না বিষয়টি আমিও শুনেছি। প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানে না বলে আমায় জানান। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সোহেল তানভিরের সাথে কথা বললে তিনি বলেন, তদন্ত পূর্বক যদি অনিয়ম করা বুঝা যায় তাদের বিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। Share this:FacebookX Related posts: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content কৃষি বিষয়: গৌরীপুরচালাচ্ছে সেচ যন্ত্রবিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে