গোবিন্দগঞ্জে স্ত্রীসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীসহ শহিদুল ইসলাম নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত ভুয়া পুলিশ শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিনাথপুর (বিশপুকুর) গ্রামের মমতাজ আকন্দের পুত্র ও পুত্রবধূ শিরিন আক্তার (জেরিন) বলে জানা যায়।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানা মোড় থেকে ভুয়া পুলিশ সদস্য শহিদুল ইসলাম (৪৫)ও তার স্ত্রী শিরিন আক্তারকে থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার কৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশের পরিচয়ে চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।এমন কি মোবাইল ফোনে পুলিশের পরিচয়ে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।