পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০ পিজ ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।

এসআই শাহাদৎ হোসেন ও এএসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। সে ঐ গ্রামের মৃত লোকমান আলীর পুত্র।

পুলিশ জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বোয়ালমারী এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে তার বাড়ির সামনে ২০ পিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হই।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, এসআই শাহাদৎ হোসেন বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। তেঁতুলিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।