সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার নরসিংপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস, (২৫) ও দুলন মিয়া (৩০)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনে ছিলেন বালু শ্রমিকরা। সকালে ঝড়ো বৃষ্টি আর আকস্মিক বজ্রপাতের সময় ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আহত হন আরও ৩ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরের দিকে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! সুনামগঞ্জে ইউএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে ! সুনামগঞ্জে নিম্নআয়ের মানুষজনের পাশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে চিকিৎসা সহায়তা দিলেন-ব্যারিস্টার ইমন সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ! সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ হতাহত ৫ সুনামগঞ্জে ট্রাক দিয়ে মাটি আনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৪০ সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য আটক দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাহিরপুরে সুধী সমাবেশ ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব ট্রেনিং ও সিএসবিদের উপকরণ প্রদান ধর্মপাশায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: বজ্রপাতে ২ শ্রমিক নিহতসুনামগঞ্জে