সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : সিলেট নগরীর আরামবাগের একটি বাড়ি থেকে বুধবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- বগুড়ার এরুলিয়া এলাকার বড় কুমিরা গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী হাসান (৩২), নোয়াখালী জেলার মাইজদী থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজারের মানিকপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহমদ (২৪), কুমিল্লা জেলার বিবির বাজার এলাকার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের খাফনা গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ (২৫), সুনামগঞ্জ সদরের আলহেরা এলাকার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহী জেলার বাগমাড়া এলাকার চেওখালি গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহমদ (২৪) ও সিলেটের গোলাপগঞ্জ থানার তুরস্তবাগ এলাকার নলুয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. স্বপন আহমদ (২১)। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় শাহপরান থানার একটি বাড়িতে অভিযান চালায় সিটিটিসি। বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ দাবি করেন, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে। Share this:FacebookX Related posts: গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামি আটক সিলেটে বিয়ের প্রলোভনে ৩ মাস আটক রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে যুবক গ্রেফতার স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ দুই চোরাকারবারী আটক সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কারেন্ট জাল জব্দের ঘটনায় বিক্রেতাকে দণ্ড বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার বাহুবলে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৯ সদস্য আটকআল্লাহর দলসিলেট