আশুলিয়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : আশুলিয়ায় গৃহবধূ মনি বেগম (২৬) ও রহুল আমীন হাওলাদার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার বিকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুর রহমানের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত দম্পতি মনি আকতার (২৬)। সে বরগুনা জেলার আমতলী থানার ছোবহান মৃধার মেয়ে। অন্যদিকে পটুয়াখালী সদরের কড়িপাইকা গ্রামের মৃত হাকিম হাওলাদের ছেলে নিহত রুহুল আমীন। নিহতের পাশের রুমের ভাড়াটিয়া জানায়, স্বামী-স্ত্রীর ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় বেলা ১১টার দিকে তাদের গেটের সামনে গিয়ে ডাক দেই। কোন শাড়া শব্দ না পেয়ে বারান্দার গেট থেকে উঁকি দিয়ে দেখি দরজা খোলা। বিছানায় মনির লাশ পড়ে আছে দেখা যায়। পরে মেইন গেট খুলে রাস্তায় গিয়ে দেখি দুই জানালার এক পাশ খোলা। এরপরে ওই জানালা থেকে উঁকি দিয়ে তার স্বামীকে গলায় আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় দেখতে পাই। পরে লোকজনকে খবর দিলে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে আমরা কোন পারিবারিক ঝামেলা দেখি নাই। এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বাড়ীওয়ালা এবিষয়ে বিস্তারিত জানাতে পারবে।এ বিষয়ে বাড়ীওয়ালা মোঃ ফজলুল করীম কথা বলতে রাজি হননি। এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক মোঃ মাসুদ আল-মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: আড়াইহাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যূ আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক আশুলিয়ায় চুরি যাওয়া শিশু জামালপুরে উদ্ধার আশুলিয়ায় ৩ শিশুকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ আশুলিয়ায় ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত আশুলিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় আশুলিয়ায় পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার উত্তরায় গৃহপরিচারিকার রহস্যজনক লাশ উদ্ধার আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন, পুড়ে গেল ১৫ ঘর কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গাজীপুরে মহাসড়ক অবরোধ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আশুলিয়ায়মৃতদেহ উদ্ধাররহস্যজনকস্বামী-স্ত্রীর