সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার !

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মসজিদের উত্তর পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের রাগ কান্দা নামক স্থানে মাটিয়ান হাওরে ৪ ফুট পানির উপর ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যাবস্থা করা হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।