সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ সুনামগঞ্জ প্রতিনিধি : টানা পাঁচ দিন নিখোঁজের পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধান ক্ষেত হতে ললিতা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার ওই গৃহবুধু অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ এক নারী সহ চার দুবৃক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছেন। নিহত ললিতা বেগম উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকন্দি গ্রামের মরম আলীর স্ত্রী। উপজেলার চিনাকন্দি গ্রামের প্রায় ১ কি.মি. অদুরে বোরো ফসলী ধান ক্ষেত হতে সোমবার গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার থানা পুলিশ ও নিহতের পারিবারীক সুত্র জানায়,উপজেলার চিনাকান্দি গ্রামের গৃহবধু ললিতা গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়ি হতে টেলিভিশন দেখে নিজ বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁন হন। খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে ২১ মার্চ শনিবার থানায় সাধারন ডায়েরি করেন গৃহবধুর স্বামী।অপরদিকে গৃহবধুর লাশ উদ্ধারের পর নিহতের স্বামী মরম আলী বাদী হয়ে অপহরণ ও হত্যার অভিযোগ এনে সোমবার রাতে পাঁচ জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো দুই জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। এর পুর্বে সোমবার রাতেই থানা পুলিশ উপজেলার চিনাকান্দি গ্রামের সবুজ, মোক্তার, নবী হোসেন ও ফুলেছা খাতুনকে গ্রেফতার করেন। মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী অফিসার বিশ্বম্ভরপুর থানার এসআই পঙ্কজ ঘোষ বলেন, ওই গৃহবধু নিখোঁজ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে, আশা করি কয়েকদিনের মধ্যে মুল রহস্য উদঘাটন করে এ হত্যাকান্ডে জড়িত অন্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে। Share this:FacebookX Related posts: সুনামগঞ্জে ইউএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে ! সুনামগঞ্জে নিম্নআয়ের মানুষজনের পাশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে চিকিৎসা সহায়তা দিলেন-ব্যারিস্টার ইমন সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ! তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল করোনা ভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন SHARES Matched Content দেশের খবর বিষয়: ক্ষেত হতেগৃহবধুর লাশ উদ্ধার !ধাননিখোঁজসুনামগঞ্জে