​ঘোড়াঘাটে ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও নকল পণ্যসহ ২ সহোদর গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও বিভিন্ন ব্যান্ডের নকল পণ্যসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গত বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স মোকছেদ আলী প্রামানিকের ছেলেদের বাড়ি থেকে ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও বিভিন্ন ব্যান্ডের নকল পণ্য উদ্ধার করে পুলিশ। এ সময় নকল পণ্য উৎপাদনের দায়ে মোকছেদ আলী প্রামানিকের দুই ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও সাইদ আলী (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও বিভিন্ন ব্যান্ডের নকল পণ্য নিজ বাড়িতে তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল মালামাল উদ্ধার করে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন নামের যৌন উত্তেজক সিরাপ, ভাটিকা রূপসী রানী ব্যান্ডের নারিকেলের তেল, নীহারিকা নারিকেলের তেল, যমুনা সয়াবিন তেল, অন্বেষা চানাচুর, দাদা ঝাল চানাচুর, রাসায়নিক পদার্থ, রাসায়নিক পাউডার, বিভিন্ন কোম্পানির নামে তৈরিকৃত প্লাস্টিকের খোলা বোতল, কর্ক, ডিটারজেন্ট পাউডারের খোলা বোতল।

এ ব্যাপারে ওসি আজিম উদ্দিন জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (সি) ধারার শাস্তিযোগ্য অপরাধের নিয়মিত মামলা হয়েছে।