রাজশাহীতে বালুর স্তূপ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪ অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে বালুর স্তূপ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। শনিবার মধ্যরাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান। সাইফুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল শনিবার দিনগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারপুর ডিমভাঙ্গা গ্রামে ফরিদুল ইসলামের খামার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির কয়েকটি স্থানে বালুর স্তূপে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর লুকায়িত অবস্থায় ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম এবং কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকে পালিয়ে যান।এসপি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে উদ্ধারকৃত হেরোইন পলাতক আসামি ফরিদুল ইসলামের নেতৃত্বে কেয়ারটেকার সোহেল রানাসহ আরও কয়েকজন ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রাখতেন। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হেরোইন ব্যবসায়ীদের নিকট অর্থের বিনিময়ে সরবারহ করে আসছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে খাদ্য সহায়তা পাচ্ছে ৬০ হাজার পরিবার রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ রাজশাহীতে আবারও বাড়লো বিধিনিষেধের সময় রাজশাহীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার রাজশাহীতে কলেজছাত্রীর ধর্ষণ মামলায় পৌর মেয়র গ্রেফতার রাজশাহীতে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট তোতা গ্রেফতার রাজশাহীতে গরু চুরির আতঙ্ক, রাত জেগে পাহারা রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ SHARES Matched Content দেশের খবর বিষয়: বালুর স্তূপ থেকেরাজশাহীতেসাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার