ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সায়েমকে নির্বাচিত করতে হাজারো জনতার অঙ্গীকার

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

হালুয়াঘাট (ময়মমনসিংহ) প্রতিনিধি: ময়মসনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম-এর ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভা পরিণত হলো জনসমুদ্রে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্মরণকালের বিশাল জনসভাকে নির্বাচনী বড় জনসভা হিসেবে দেখছেন উপস্থিত হাজারো জনতা। জনসভা আসায় হাজারো জনতা স্বতন্ত্র মাহমুদুল হক সায়েম প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে দুই হাত তুলে সমর্থন জানান। বুধবার (৩ জানুয়ারী) বিকেলে হালুয়াঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

দুপুর ২টা থেকেই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার জনতা নেচে-গেয়ে এবং মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। জনসভায় ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ধর্মীয় ও পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
দৈনিক সময় সংবাদ
জনসমাবেশকে ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জনসভার মাঠ থেকে আশপাশের সড়কে। হাজারো মানুষের ভিড়ে সবখানে অচলাবস্থা সৃষ্টি হয়।
জনসভায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম বলেন, বিগত সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব পালনকালে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। প্রতিটি গ্রামের অলিগলিতে আমি চষে বেরিয়েছি। সেবা করতে গিয়ে কখন রাত, কখন দিন বুঝতে পারিনি। আমার নিরলস পরিশ্রমে অসংখ্য মানুষকে সেবা দিয়েছি।
তিনি আরো বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দলমত নির্বিশেষে সব মানুষ আমার কাছে আসতে পারবেন। আমি সবসময় মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, আজীবন পাশে থাকতে চাই। আমি মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছি। দুই উপজেলার উন্নয়নই হবে আমার মূল কাজ। মানুষ চায় পরিবর্তন, তাই আসছে ৭ জানুয়ারী ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আয়োজিত নির্বাচনী জনসভায় স্থানীয় দুই উপজেলার আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের একাংশ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ময়মনসিংহ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি জুয়েল আরেং (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম (ট্রাক), জাতীয় পার্টি হতে লাঙ্গল প্রতীকের কাজল মহন্ত, ইসলামী ঐক্যজোট হতে মিনার প্রতীকে প্রার্থী মাও. মাহবুবুর রহমান, তৃণমূল বিএনপি হতে সোনালী আঁশ প্রতীকের মার্শেল মালেশ চিরান, বাংলাদেশ মুসলিম লীগ হতে হাতপাঞ্জা প্রতীকের মো. মোখলেছুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট হতে ছড়ি প্রতীকের একমাত্র নারী প্রার্থী রোকেয়া বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এ আসনে মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি জুয়েল আরেং (নৌকা) ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম (ট্রাক)।