ধোবাউড়া সরকারী ডিগ্রী কলেজের অনলাইন ক্লাস উদ্ভোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ কামরুল হাসান, ধোবাউড়া ; করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ লিভিশনের মাধ্যমে পাঠদানের সুযোগ থাকলেও ব্যবস্থা নেই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সরকারি ধোবাউড়া আদর্শ কলেজের শিক্ষকরা অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম কাজল জানান, বিশেষ করে এইচ.এস.সি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে গত (২৪ জুন ) থেকে সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ শিক্ষক শিক্ষিকারা চালু করেন অনলাইন ক্লাসের কার্যক্রম। ‘ধোবাউড়া আদর্শ কলেজ অনলাইন’ এই গ্রুপের মাধ্যমে ও শিক্ষকরা নিজের ফেসবুক থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করে যাচ্ছে। বিশেষ করে, এইচ.এস.সি পরীক্ষার্থীসহ সকল বিভাগের ছাত্র/ছাত্রীদের মনোযোগ সহকারে ফেসবুক লাইভে দেখার জন্য অনুরোধ জানান। তিনি আরো জানান, ‘শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু যদি শিখতে পারে তাহলে এটাই হবে আমাদের জন্য অনলাইনে পাঠদান এর সার্থকতা। ’এই লকডাউনে ঘরে বসে অধিকাংশ শিক্ষার্থীরাই মোবাইলে গেইম খেলে সময় কাটায়। অথবা ফেইসবুক ব্রাউজিং করে কিন্তু শিক্ষার্থীরা যদি এই সময়টাকে কাজে লাগিয়ে ধোবাউড়া আদর্শ কলেজ অনলাইন ফেইসবুক গ্রুপটিতে যুক্ত হয় তাহলে করোনা পরিস্থিতির মধ্যেও ঘরে বসে পাঠদান এর সুযোগ পাবে তারা। বাসায় থেকে ফেসবুকের মাধ্যমে ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তফাজ্জল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জি.এম. আজহারুল ইসলাম কাজল, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আবুল কাসেম সরকার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: সানোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ.কে এম.আবু মুসা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শুসান্ত কুমার সরকার, গণিত বিভাগের প্রভাষক মো: ইকবাল হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক জায়েদ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক পল্লভ কুমার সেনগুপ্ত, সমাজ কর্ম বিভাগের প্রভাষক এ কে এম খাইরুল হাসান, দর্শন বিভাগের প্রভাষক মো: মুসা, অর্থনীতি বিভাগের প্রভাষক মো: আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মো: আব্দুল হালিম তালুকদার বিজ্ঞান, মানবিক ও বিএম বিভাগের ক্লাস নিচ্ছেন। অভিভাবকরা জানান, করোনার কারণে কলেজ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা থেকে অনেক পিছিয়ে যাচ্ছিল। এই অনলাইন ক্লাস শুরু হওয়াতে তারা আবার লেখাপড়ার দিকে মনোযোগী হচ্ছে। সরকারি ধোবাউড়া আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মোতালিব আকন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ জুন থেকে এ কার্যক্রম চালু করা হয়। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় এএসপি আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা ধোবাউড়ায় তদারকি না থাকায় মহিলা মার্কেট এখন পুরুষদের দখলে ধোবাউড়ায় আপনার দোরগোড়ায় অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা ধোবাউড়ায় সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১ ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত ধোবাউড়ায় আড়াই কোটি টাকা ব্যায়ে খাল খননে অনিয়মের অভিযোগ ধোবাউড়া উপজেলাকে মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত করার ঘোষনা ধোবাউড়াকে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যু ধোবাউড়া প্রেসক্লাবে মরহুম সিরাজুল ইসলাম স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: অনলাইন ক্লাস উদ্ভোধনধোবাউড়াসরকারী ডিগ্রী কলেজের