হালুয়াঘাটে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী’র বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরির্দশন

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর’র বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরির্দশন করেছেন।

শনিবার (২০ নভেম্বর) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর হালুয়াঘাট উপজেলায় আগমন উপলক্ষ্যে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নব-নির্বাচিত সভাপতি নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রধান প্রকৌশলীকে এলাকাবাসীর পক্ষ্যে ফুল দিয়ে বরণ করেন। এসময় আদিবাসী মেয়েরা ফুল ছিঁটিয়ে স্বচ্ছেন্দে স্বচ্ছেন্দে নৃত্য পরিবেশন করে প্রধান প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান করেন।
দৈনিক সময় সংবাদ
জানা যায়, বর্তমান সরকারের মেগা প্রকল্পের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক, হালুয়াঘাট-ধোবাউড়া আঞ্চলিক সড়ক, সীমান্ত সড়কসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরির্দশন করেন। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নব-নির্বাচিত সভাপতি নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রধান প্রকৌশলীকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে ও পৌরশহরের যানযট নিরসনে এলাকাবাসীর পক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় প্রধান প্রকৌশলীর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ময়মনসিংহ জোন সৈয়দ মাঈনুল হাসান, তত্বাবধায়ক প্রকৌশলী সওজ প্রশাসন ও সংস্থাপন ঢাকা মোঃ আমান উল্লাহ, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল ময়মনসিংহ এ কে এম আজাদ রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ ময়মনসিংহ এর নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ঢাকা ড.মোহাম্মদ নাজমুল হাসান, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল জামালপুর মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী শেরপুর ও নেত্রকোনা, উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ সালেহউদ্দিনসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্নস্তরের কর্মকর্তা/কর্মচারিগণ উপস্থিত ছিলেন।