গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতাধীন ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনা মুল্যে ১ হাজার ৬শ ৯০ জন ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসনের অধীনে ৯৮০ জন ও ৭১০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়।

প্রতি কৃষককে তাদের চাহিদা অনুযায়ী ১ কেজি করে সরিষা, ভূট্টা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, মুগডাল, মসুরের ডাল, পেঁয়াজ, ধান, খেসারীর ডাল, মরিচ ও টমেটো’র বীজ এবং ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল হাসান এর সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম, সুখরঞ্জন দাস, ফিরোজা বেগম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, ফয়েজ উদ্দিন, সুমন সরকার, জয়নাল আবেদীন, মোক্তাদীর, ওবায়দুল্লাহ নূরী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম সরকার, মোফাজ্জল হোসেন প্রমুখ।#