শ্রীবর্দীতে চোলাই মদ উদ্ধার আটক-২

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন নবীনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ০৪/০১/২০২০ ইং তারিখ ১৯.০০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন নবীনপুর গ্রামস্থ জনৈজ পুজনের বসত বাড়ির উঠানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ (এগার) চোলাই মদসহ আসামী ১। পুজন (৩৬),পিতা-মৃত জগনাথ, মাতা- লাছিয়া রানী, সাং-নবীনপুর,থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর ২। মোঃ সুরুজ্জামাল (৪৫), পিতা-মৃত ময়েন উদ্দীন, মাতা-মৃত ওছিমন খাতুন, সাং-আমলালপুর, থানা-বক্শীগঞ্জ, জেলা- জামালপুরদেরকে গ্রেফতার করেছেন।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় থানায় মামলা দায়ের করা হয়েছে।