প্রধানমন্ত্রীর জন্মদিনে শরীফ হাসান অণুর উদ্যোগে দোয়া-মাহফিল

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণুর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় গৌরীপুর পৌর শহরে পাট বাজার এলাকায় শরীফ হাসান অণুর রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নূর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, সাবেক ছাত্রলীগ নেতা মোফাক্কারুল ইসলাম রূপন, দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মোনাজাত করা হয়।