নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া নামক স্থানে বুধবার ভোরে আট বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় লোকজন। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নুর মোহাম্মদ (২০)। সে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের মোঃ শুকুর আলী ছেলে। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা খাসপাড়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ বোতল ভারতীয় মদসহ নূর মোহাম্মদকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানার এসআই মোঃ আকরাম হোসেন বাদী হয়ে নূর মোহাম্মদকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরের দিকে তাতে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।