হেরোইনসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির পাশে শহীদ মিনারের নিকট ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. সুমন শেখ (৪০) উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দৌলতদিয়া শহীদ মিনারের নিকট থেকে ৩০ গ্রাম হেরোইনসহ সুমনকে আটক করে। সে একজন পেশাদার মাদক কারবারী। পূর্বে তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার তাকে রাজবাড়ী জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।