ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে র্যাব।শুক্রবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম অলি উল্লাহ (২৭)। আবদুল্লাহ আল মামুন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ঢাকায় বিভিন্ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা অলি উল্লাহ। র্যাবের এই কর্মকর্তা বলেন, চক্রটি মূলত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারণা করে আসছিল। সর্বশেষ তারা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেয় এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেবে বলে মোটা অংকের টাকা নিয়ে ভুক্তভোগীদের কাছে জাল নিয়োগপত্র পাঠায়। এছাড়া কোম্পানির ডিলারশিপ প্রদানসহ ফেসবুকে পণ্য সরবরাহের চটকদার পোস্ট করে অগ্রিম টাকা নিয়ে চক্রটি তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশপাশি তার সহযোগী অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আটকঊর্ধ্বতনকর্মকর্তা পরিচয়েপ্রতারণার অভিযোগে