মুক্তিযুদ্ধের সময় বিএনপি নামে কোন রাজনৈতিক দল ছিল না -রেলপথ মন্ত্রী সুজন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি ; মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম, মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা রাজাকার, আলবদর, অলসামস বাহিনী গঠন করে নিরীহ জনগণের উপর হত্যা, অত্যাচার ও ধর্ষণ চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় বিএনপি নামে কোন রাজনৈতিক দল ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দুই ধরনের মানুষকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এক মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি। আর জাতির জনক বঙ্গবন্ধু’র খুনিদের। পঞ্চগড়ের বোদায় কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধনের সময় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষিতে অগ্রগতি এমনি এমনি হয়নি। সরকারের প্রণোদনা দিয়ে এটা সম্ভব হয়েছ। সরকার কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেই দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রী বলেন, দেশের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় প্রত্যেকে বেশী বেশী করে ফলদ ও ঔষুুধি গাছ লাগাতে হবে। দারিদ্র বিমুচনে বৃক্ষ রোপন করা সকলের প্রয়োজন এবং ভূমিক্ষয় ঘর্নিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপন অতি জরুরী। গতকাল শুক্রবার বিকেলে সাড়ে ৬টায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে কৃষি মেলায় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা কৃষি অফিসার রাশেদ উন নবী, আলহাজ্জ মো. ইউসুফ আলী দুলাল, বোদা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে বোদা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বোদা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনগ্রসর উপজেলা বিবেচনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী উপজেলা উন্নয়ন সহযোগী খাত হতে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২৫৭টি বাইসাইকেল দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৭জন ছাত্রীর মাঝে বিতরণ করেন। এবং দুপুরে দেবীগঞ্জ উপজেলা কৃষি মেলার উদ্বোধন করেন। Share this:FacebookX Related posts: “টিকিট যার, ভ্রমণ তার”- রেলপথ মন্ত্রী সুজন পাকিস্তানের নেতারা চায় তাদের দেশটা বাংলাদেশের সমান হোক – রেলপথ মন্ত্রী সুজন বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে আরো সচেতন হতে হবে মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি করায় ৩ দোকান বন্ধ করোনাকালেও থেমে নেই উন্নয়ন- এমপি শিবলী সাদিক পঞ্চগড়ে যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত পঞ্চগড়ে উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: কোন রাজনৈতিক দল ছিল নাবিএনপি নামেমুক্তিযুদ্ধের সময়রেলপথ মন্ত্রী সুজন