বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২০-২০২১) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির বিরামপুর প্রতিনিধি শাহিনুর আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তর বিরামপুর প্রতিনিধি মশিহুর রহমান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে দুপুর ২ ঘটিকায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মো. মেসবাউল হক। সভাপতি পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহিনুর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মশিহুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হক মানিক পেয়েছেন ১১ ভোট। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, সহ-সভাপতি দুটি পদে জালাল উদ্দীন রুমী ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একলাছুর রহমান পেয়েছেন ১৪ ভোট। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কালের কন্ঠের বিরামপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে বজ্রশক্তি প্রতিনিধি শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে উত্তরবঙ্গ প্রতিনিধি সেকেন্দার আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার সংবাদ প্রতিনিধি মাজহারুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য পদে আজাহার ইমাম, ডক্টর এনামুল হক, সামিউল আলম, আব্দুর রশীদ, আব্দুর রউফ, মাহাবুর রহমান ও পবন কুমার শীল নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মো. মেসবাউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি বুথে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। Share this:FacebookX Related posts: প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান বিরামপুরে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক বিরামপুরে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিরামপুরে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এজিএম সভা অনুষ্ঠিত বিরামপুরে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন-মেয়র লিয়াকত আলী বিরামপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত বিরামপুর থানায় হেল্প ডেস্ক উদ্বোধন করলেন পুলিশ সুপার কুড়িগ্রামের সেই ডিসির বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ ফুলবাড়ীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দীর্ঘ ৪৫ বছর পর স্থায়ী ঠিকানা পেল পঞ্চগড় প্রেসক্লাব বিরামপুর মুক্ত দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রেসক্লাববিরামপুরসভাপতি শাহিনসম্পাদক মশিহুর