পঞ্চগড়ে যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৬ জুলাই (সোমবার) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। করোনাভাইরাস এর কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া মুনাজাত করা হয়।

এ সময় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন সহ পঞ্চগড় জেলা যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।