হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।সোমবার সকাল ৯টায় এ উপলক্ষে হিলি গোডাউন মোড় দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসূচি শুরু হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, শীতবস্ত্র বিতরণ, কেক কাটা দোয়া ও আলোচনা সভা।

এ সময় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।