ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ অনলাইন ডেস্ক ; এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম নূর আলম (৪২)। শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।’ তিনি আরও বলেন, ‘আটক নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’ প্রসঙ্গত, এর আগে ৪ ডিসেম্বর রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই সময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। Share this:FacebookX Related posts: ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু প্রদান ঠাকুরগাঁওয়ে কিস্তি তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক সরকারি চাল আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য বরখাস্ত ঠাকুরগাঁওয়ে শত বছরের গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব,আইসিইউ স্থাপনের দাবিতে গণ-অবস্থান ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে আশরাফ আলী নামে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে গোসল করতে গিয়ে সেনা সদস্যের মৃত্যু ঠাকুরগাঁওয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে নদী খনন করতে গিয়ে কষ্টি পাথর উদ্ধার ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলেন ভূমি কর্মকর্তা SHARES Matched Content দেশের খবর বিষয়: ঠাকুরগাঁওয়েবঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর