ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

অনলাইন ডেস্ক ; এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম নূর আলম (৪২)।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে ৪ ডিসেম্বর রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই সময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।