করোনাকালেও থেমে নেই উন্নয়ন- এমপি শিবলী সাদিক

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, করোনাকালেও থেমে নেই দেশের উন্নয়ন, সকল উন্নয়নের কাজ চলমান রয়েছে।

শনিবার বিকাল ৬ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শিবলী সাদিক এমপি বলেন, ‘করোনাভাইরাসের মাঝেও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার কথা ভুলে যাননি।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর (ইউডি) এর বাস্তবায়নে ৮৫ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত বিশিষ্ট ভবনটির একতলা একাডেমিক ভবন পর্যন্ত পুর্ণাঙ্গ নির্মাণ কাজ হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল বেগম, প্রকৌশলী কর্মকর্তা মাহামুদুল রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যানো শিক্ষকগণ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।