কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার জুয়ারী আটক

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মোকাদ্দেস আলী, মাহআলম এর বাড়ি নেওয়াশী ইউনিয়নের গোবর্ধননকুটি গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টায় নেওয়াশীর ফকিরেরহাটে অভিযান চালানো হয়। এসময় ঐ চার ব্যক্তি সেখানে তাসের জুয়া খেলছিল। পরে তাদেরকে এক বান্ডিল তাস ও নগদ ৩৬ হাজার ২৭৫ টাকাসহ জুয়ার আসর থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান এর সত্যতা নিশ্চত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।