বার বার গ্রেফতার করায় কনস্টেবল বাদলকে হত্যা করে রিপন

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামি রিপন নাথ ঘোষকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার সকালে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খন্দকার আল মঈন বলেন, গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন নাথ ঘোষ জানায়, বিভিন্ন সময়ে মাদক ব্যবসায় বাঁধা ও গ্রেফতারের জের ধরে পুলিশ কনস্টেবল বাদল মিয়াকে হত্যার পরিকল্পনা করে সে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে র‌্যাব।