কলাপাড়ায় গলায় মারবেল আটকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় গলায় মারবেল আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. জাবের (৩) ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

জানা যায়, বাড়ির সবার অগোচরে মারবেল নিয়ে খেলতে গিয়ে সে মুখে নেয়। তখন মারবেলটি গলায় ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। তখনই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।