মির্জাগঞ্জে বেড়িবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে চরখালী বাজারের দক্ষিণ পাশের্^ প্রায় ৮০ ফুট ও বাসন্ডা গ্রামের হওলাদার বাড়ি সংলগ্ন পায়রা নদীর বাঁধ ভেঙ্গে প্রবল বেগে জোয়ারের পানি প্রবেশ করে চরখালী, মেন্দিয়াবাদ ও রানীপুর ও বাসন্ডা এই চারটি গ্রাম ও স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৬ ফুট পানি বেড়ে সুবিদখালী বাজার, পূর্ব-সুবিদখালী, কপালভেরা গ্রাম, মাজার এলাকা, কালিকাপড় ও রামপুরা গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে ওই সব গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। তলিয়ে গেছে প্রায় ১০০ একর জমির রোপা আউশ ধান। এতে ক্ষতির সম্মুখিন হয়েছে মৎস্য চাষীরা, সবজী চাষীরা।বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দমকা হাওয়া ও মাঝে মাঝে থেমে-থেমে বৃষ্টি হচ্ছে। এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন জায়গায় মাছের ঘেড় তলিয়ে গেছে আমি খবর পেয়েছি। তবে আমরা এখন পর্যন্ত সরকারি কোন নির্দেশনা পাইনি। যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের তালিকা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম বুধবার ওই ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করে জানান, জোয়ারের পানি বিপদ সীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢেউয়ের আঘাতে এ পর্যন্ত বেড়িবাঁধের ৮০ ফুট ভেঙ্গে গেছে। পানি কমে গেলে দ্রুত বেড়িবাঁধটি মেরামতের ব্যবস্থা করা হবে। Share this:FacebookX Related posts: মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা মির্জাগঞ্জে আ.লীগের অফিস ভাংচুর, গ্রেফতার -৩ মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা মির্জাগঞ্জে সাঁকো দিয়ে চলাচল-চরম ভোগান্তিতে এলাকাবাসী মির্জাগঞ্জে লাইসেন্স বিহীন করাতকলের কার্যক্রম চলমান SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ গ্রাম প্লাবিতবেড়িবাঁধ ভেঙ্গেমির্জাগঞ্জে