বন্য হাতির আক্রমণ ঠেকাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : সীমান্তে বন্য হাতির আক্রমণ থেকে জানমাল ও সম্পদ রক্ষা করতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ থেকে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপিসমূহ বিএসএফ’র ক্যাম্পের সাথে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মোট ২৬টি স্থানে পতাকা বৈঠক হয়। এছাড়াও বুধবার এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। বিজিবি বলছে, পতাকা বৈঠকে ভারত থেকে আসা বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক হতাহত হওয়া, হাতির ফসলি জমির পাকা ধান নষ্ট করা, জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন করার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহেণের জন্য অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে বিএসএফ কোম্পানি বা ক্যাম্প কমান্ডাররা যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য সমস্যাগুলো নিরসনে উভয়পক্ষের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়। Share this:FacebookX Related posts: তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক গৌরীপুরে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ গৌরীপুরে জনসমাগম ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা হালুয়াঘাটে কড়ইতলী পিকনিক স্পট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা দুর্গাপুরের পৌরবাসী কাদা পানিতে জিম্মি! গফরগাঁওয়ে ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ গফরগাঁওয়ে সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু গৌরীপুরে বীরঙ্গনা সখিনার সমাধিস্থলে জেলা আঃলীগের বৃক্ষরোপণ কর্মসুচী হালুয়াঘাটে নতুন করে একদিনে করোনায় আক্রান্ত ২০ জন, মোট আক্রান্ত ৫১ গৌরীপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার হালুয়াঘাটে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ হালুয়াঘাটে জেলা পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: আক্রমণঠেকাতেপতাকা বৈঠকবন্য হাতিরবিজিবি-বিএসএফ