গৌরীপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। ঘটনাটি ঘেেটেেছ রবিবার (২৭ ডিসেম্বর) উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি দড়িপাড়া গ্রামে।

কিশোরীর নাম রাবিয়া খাতুন (১৪)। সে ওই গ্রামের মোঃ সাহাব উদ্দিনের কন্যা। তাঁর বাবার বসতঘর থেকে কিশোরী রাবিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোঃ জামাল হোসেন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরী রাবিয়া খাতুনের সঙ্গে প্রতিবেশী আব্দুল ছালামের পুত্র সানজিদ হোসেনের প্রেমের সম্পর্ক ছিলো। ময়না তদন্ত রির্পোট ও তদন্তে মৃত্যুর কারন জানা যাবে।