বাসা ঘিরে ফেলেছে পুলিশ, ফের গ্রেপ্তারের শঙ্কা ইমরানের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক : পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাসভবন। চারদিকে রাস্তা বন্ধ। তাকে ফের গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, পুলিশ আমার বাসা ঘিরে রেখেছে। এ কথা জানিয়ে টুইট করেন ইমরান। তাতে বলেন, আরও একবার গ্রেপ্তারের আগে এটা হতে পারে আমার শেষ টুইট। তিনি আরও বলেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। ওদিকে অনলাইন ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে তার জামান পার্কের বাসার বাইরে অবস্থান করছে পাঞ্জাব পুলিশ। সেখানে ইমরান খানকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে পুলিশ কর্মকর্তারা।ওদিকে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে ইমরান খান বলেন, আমি আমার সন্তানদের যেভাবে সমালোচনা করি, তেমনিভাবে সেনাবাহিনীর সমালোচনা করি। তাদের সঙ্গে পিটিআইয়ের সংঘাত বাধিয়ে দেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন জোট পিডিএম। তিনি আরও বলেন, পিটিআইকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র হিসেবে ৯ই মে দাঙ্গা করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিনি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানান। সূত্র : ডন Share this:FacebookX Related posts: ব্রেওনা হত্যাকাণ্ড: লুইসভিলে বিক্ষোভ থেকে দুই পুলিশ গুলিবিদ্ধ ধর্ষণের শিকার তরুণীর লাশ মাঝরাতে জোর করে পুড়িয়ে দিল পুলিশ কোভিড-১৯ নিয়ে কিছু ভালো খবর অক্টোবর-নভেম্বরে করোনায় মৃত্যু বাড়বে, পরিস্থিতি আরও কঠোর হবে মাত্র ১৪ বছর বয়সেই ব্যাংক গড়লেন যে কিশোর! বার্লিনে গোলাগুলিতে আহত চার ট্রাম্পের অভিশংসন বিচার সাংবিধানিক: সিনেট বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে সমালোচনার মুখে টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ করোনায় ভারতে আবারও বাড়ল মৃত্যু-আক্রান্ত ভারতের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তানজানিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৯ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইমরানেরপুলিশফের গ্রেপ্তারেরবাসা ঘিরে ফেলেছেশঙ্কা