হালুয়াঘাটে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
হালুয়াঘাটে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে করোনা ভাইরাস কোভিট-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে জিআর নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর আয়োজনে উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদে জিআর নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ শুভ উদ্বোধন করেন ৫ নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
জানা যায়, গাজিরভিটা ইউনিয়নের ২৯টি গ্রামের ৫শত জনের মধ্যে জনপ্রতি ৫শত টাকা করে সর্বমোট আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী (ট্যাগ)অফিসার মোঃ আনোয়ার হোসেন, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ স্থানীয় সাংবাদিক বৃন্ধ।