গৌরীপুরে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

কমল সরকার, গৌরীপুর : নোভেল করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় জনসচেতনতা ও জনসমাগম পরিহার করার লক্ষে শহরে মাইকিংয়ে জরুরী ঘোষণা প্রচার করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।

এরপরেও যেসব দোকানপাট বন্ধ করেনি এবং গনসমাগম পরিলক্ষিত হয় সেখানে বৃহস্পতিবার ও শুক্রবার(২৬/২৭মার্চ) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ্যাকশানে নামে পুলিশ। বর্তমানে শহরের ওষুধ ও কাঁচামালের দোকানসহ সিংহভাগ দোকানপাট বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি জেলা ও আন্তঃউপজেলার গণপরিবহন।

এছাড়াও করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে গণসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক ও সাবানসহ নানা উপকরণ বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

অপরদিকে গৌরীপুর পৌর এলাকায় মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে ৫০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। তিনিও জনগণের মাঝে সাবান’মাস্ক বিতরণ করছেন। ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার করোনা ভাইরাস মোকাবেলার জন্য একমাসের বেতনের টাকায় উপকরণ বিতরণের জন্য দিয়ে দিয়েছেন।

তাছাড়া তিনি তার ভাড়াটিয়া বাসার এক মাসের ভাড়াও মওকুফ করে দিয়েছেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আইসিটি শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণের হাতে নানা উপকরণ বিতরণ করতে দেখা গেছে।