গৌরীপুরে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ কমল সরকার, গৌরীপুর : নোভেল করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় জনসচেতনতা ও জনসমাগম পরিহার করার লক্ষে শহরে মাইকিংয়ে জরুরী ঘোষণা প্রচার করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। এরপরেও যেসব দোকানপাট বন্ধ করেনি এবং গনসমাগম পরিলক্ষিত হয় সেখানে বৃহস্পতিবার ও শুক্রবার(২৬/২৭মার্চ) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ্যাকশানে নামে পুলিশ। বর্তমানে শহরের ওষুধ ও কাঁচামালের দোকানসহ সিংহভাগ দোকানপাট বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি জেলা ও আন্তঃউপজেলার গণপরিবহন। এছাড়াও করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে গণসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক ও সাবানসহ নানা উপকরণ বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। অপরদিকে গৌরীপুর পৌর এলাকায় মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে ৫০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। তিনিও জনগণের মাঝে সাবান’মাস্ক বিতরণ করছেন। ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার করোনা ভাইরাস মোকাবেলার জন্য একমাসের বেতনের টাকায় উপকরণ বিতরণের জন্য দিয়ে দিয়েছেন। তাছাড়া তিনি তার ভাড়াটিয়া বাসার এক মাসের ভাড়াও মওকুফ করে দিয়েছেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আইসিটি শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণের হাতে নানা উপকরণ বিতরণ করতে দেখা গেছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে জনসমাগম ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা গৌরীপুরে লকডাউন সিথিল হলেও পুলিশ কঠোর অবস্থানে গৌরীপুরে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা কামাল গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে বিদ্যুতের কন্ট্রোল রুমে শ্রমিক অগ্নিদগ্ধ গৌরীপুরে ২৯৪ জনের মাঝে বিভিন্ন ভাতাবহি বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গৌরীপুরে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো ১০জন তরুণ-তরুণী SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেজনসমাগমঠেকাতেপুলিশমাঠে নেমেছে