বাগেরহাটের নদীতে ঝাপ দিয়ে যুবক নিখোঁজ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : আল্লাহ বলতে বলতে মস্তিষ্ক বিকল আবু হানিফ নামের এক যুবক রামপালে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল থেকে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হানিফকে উদ্ধারের চেষ্টা করছে।

নিখোঁজ হানিফের পিতা ইলিয়াস শেখ জানান, হানিফ মস্তিষ্ক বিকল ছিলো। তার চিকিৎসা চলমান রয়েছে। নদীর ওপারে আমাদের মাছের ঘের রয়েছে। নদী সাঁতরে ঘেরে যাওয়ার চেস্টা করেছিল। কিছুদূর যাওয়া পর্যন্ত ওর মা টর্চ লাইট মেরে দেখেছে। কিন্তু ওপারে উঠতে দেখে নাই। পরে বুঝতে পারলাম ডুবে গেছে।। পরে শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়।।

ফায়ার সার্ভিস বাগেরহাটের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে রামপাল স্টেশনের ও খুলনার ডুবুরি দল নিখোঁজ হানিফকে নদী থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। জীবিত বা মৃত্যু বডি না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।