দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বেলা ১১টার দিকে ডুমুরিয়া থানার সামনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইন চার্জ (ওসি) মো. ওয়াইদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার ‌সরকার।

বিশেষ অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল রাজু আহমেদ, ডুমুরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দে, শিক্ষক অন্তত কুমার কুন্ডু, ডুমুরিয়া উপজেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ‌ঘোষ, ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) সঞ্জয় ও অশোক কুমার।

এ সময় বক্তব্য রাখেন ধামালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নারায়ণ বিশ্বাস, বরাতিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র, সোহেল রানা, টোলনা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বৈরাগী প্রমূখ।

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ‌করেন ডুমুরিয়া থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম।

ডুমুরিয়া উপজেলায় ১০৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।