বাগেরহাটের রামপালে নবাগত ওসির অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৭

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থানায় নবাগত ওসি বুধবারে যোগদান করেই অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছেন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার নবাগত ওসি সৈয়দ সামসুদ্দিন যোগদান করেন। এরপর ওই রাতে অভিযান চালিয়ে উপজেলার আদাঘাট গ্রামের নূরুল ইসলামের পুত্র আবুল বাশারকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। সে সিআর ১৪/১৯ নং পারিবারিক মামলার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

গৌরম্ভা গ্রামের নাসির উদ্দীনের পুত্র সিআর ২২৮/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাসিম জোয়ার্দারকে গ্রেফতার করেন। এছাড়াও উপজেলার শ্রীরম্ভা এলাকার আব্দুর রহমানের পুত্র সিআর ৭০/২১ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিজান ফকির, আমিনুর ফকির, মোবারকের পুত্র জামাল বয়াতি ও আমান বয়াতি, আমিনুল ফকিরের পুত্র সাইদ ফকিরকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নবাগত ওসি সৈয়দ শামসুদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, নিয়মিত ওয়ারেন্ট তামিলসহ বুধবার রাতেই ৭ জনকে গ্রেফতার করেছি। অভিযান আরও জোরদার করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন