বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ১১, ২০২২

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলে বাসের চাপায় স্বামী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী জেরিন আক্তার।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাকিশ বাথান (বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (৩৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইলাহাবাদ গ্রামের মোহাম্মদ আকবর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) শওকত আলী জানান, শামীম উপজেলার গোয়ালবাথান এলাকায় তার শ্বশুর বাড়িতে থেকে স্ত্রী জেরিন আক্তারসহ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চাকরি করেন। বিকেলে ছুটি শেষে তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে বের হওয়ার সময় বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে বাইরে থেকে আসা কালিয়াকৈর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামীমের স্ত্রী জেরিন আক্তারকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছের হস্তান্তর করা হয়েছে।