সিংগাইরে দুই মাদক ব্যবসায়ির জেল ও জরিমানা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে দুই মাদক ব্যবসায়িকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শিবপুর ও বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা এ দণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিংগাইর উপজেলার বায়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুয়েল রানা (৩০) ও মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার আব্দুল করিমের ছেলে মো. রুবেল (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও মো. রুবেলের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়েল রানাকে দুই হাজার ও রুবেলকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জানান তিনি।