পাংশায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে পাংশা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্য়ালয়ে জাতীয় পতাকা দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মুর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা পরিষদের চেয়াম্যান ফরিদ হাসান ওদুদ, মহিলা লীগ নেতৃ ও জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার বেগম, উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক মাসুদ আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, ভাইস চেয়ারম্যান সাধারণ সম্পাদক ও পেনেল মেয়র মোঃ ওদুদ সরদার (ওতুর) ও যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম মুরুফ, সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, পৌর আওয়ামীলীগের সদস্য সুব্রত দাশ সাগর সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পতাকা উত্তলন শেষে জাতির জনকের স্মৃতির প্রতিকে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ ই জানুয়ারী বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।