সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজ রিগান নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে উপজেলার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঈদের পরদিন মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলার মেঘনা পাওয়ার প্লান্টের সামনে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয় যুবক রিগান (২৪)। নিহত রিগান লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোনারগাঁও থানার এসআই রোস্তম হোসেন জানান, গত মঙ্গলবার রিগান ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টের পিছনে ঘুরতে আসে। এসময় অসাবধানতা বসতঃ তার পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপর ড্রেনের বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রিগানকে উদ্ধার সম্ভব হয়নি। পরে বুধবার সন্ধ্যার দিকে তার লাশ মেঘনা নদীতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতে রিগানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।