বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ৩য় ইউনিটে উৎপাদন শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ১, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে । রবিবার রাত পৌনে ১২ টায় ২৯ ঘন্টা পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে ১৪০-১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৯ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টার সময় ৩য় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ৩য় ইউনিটের উৎপাদনের বিষয়টি বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। পর্যক্রমে ইউনিটে উৎপাদন বৃদ্ধি পাবে। আর এই ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ১ হাজার ২শ’ টন কয়লা ব্যবহার হচ্ছে। এছাড়াও বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি গত ১৫ এপ্রিল থেকে উৎপাদনে যায়। এ ইউনিট উৎপাদনে প্রয়োজন প্রতিদিন ৯০০-১০০০ টন কয়লা। অপরদিকে সংস্কারকাজের জন্য দুই নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। Share this:FacebookX Related posts: দেবীগঞ্জে জাতীয় খাদ্য নিরাপদ দিবস পালিত তেঁতুলিয়ায় করোনা প্রতিরোধে খোলা মাঠে হাট দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ দিনাজপুর জেলা লকডাউন, গণবিজ্ঞপ্তি জারি নির্বাচনী এলাকায় সাইকেল বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৮টি গরু উদ্ধার বিআরটিসির বাসচাপায় নিহত ৫ কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন ৯৯৯ এ ফোন কলে নারী ডাকাত সদস্য আটক গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩য় ইউনিটে উৎপাদন শুরুবড়পুকুরিয়াবিদ্যুৎকেন্দ্রে