৯৯৯ এ ফোন কলে নারী ডাকাত সদস্য আটক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের নবাবগঞ্জে এক নারী ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ৩ জন আহত হয়েছেন।সোমবার দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে রোজিনা পরিবহনের নৈশকোচে ডাকাতির এ ঘটনা ঘটে।

আটককৃত নাজমুন নাহার নিপা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী।

আহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানিশংকৈলের জসিম উদ্দিনের ছেলে অলিন, আব্দুল গাফারের ছেলে জুয়েল রানা ও নবাবগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জামাল হোসেন।

বিরামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে ঢাকা মেট্রো-ব ১৪৫০২১ নম্বরের রোজিনা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে যাচ্ছিলো। ওই বাসে ৮ জন ডাকাত যাত্রী বেশে ওঠে। পথে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর আসার সময় ডাকাতরা যাত্রীদেরকে জিম্মি করে ডাকাতি শুরু করে। সে সময় ডাকাত দল গাড়ি চালককে ড্রাইভিং থেকে উঠিয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। গাড়ির হেলপার জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে গিয়ে ৯৯৯ ফোন করে পুলিশকে জানায়।

তিনি আরও বলেন, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ পুলিশের দল নৈশকোচটিকে থামাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গাড়ি থেকে নেমে পালিয়ে যাবার পথে এক নারী সদস্যকে আটক করা হয়। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে প্রচেষ্টা চলছে।