গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ১৩ টি ইউনিয়নের ইউপি সদস্যরা শপথ গ্রহন করেছেন । উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে থাকায় তাঁর শপথ গ্রহণ স্থগিত রয়েছে । বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন প্রথমে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। পরে সাধারণ ওয়ার্ড সদস্য সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ করান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুর রাফিউল আলম। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সহকারি কমিশনার (ভূমি) নাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে শপথ নেন ১২ জন। তারা হলেন- লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মালিবাড়ী ইউপির সোয়েব মো. রাসেল, কুপতলা ইউপির মো. রফিকুল ইসলাম সরকার তারা, সাহাপাড়া ইউপির মো. মশিউর রহমার সরকার মিঠুল মাস্টার, বল্লমঝাড় ইউপির মো. জুলফিকার রহমান, বাদিয়াখালী ইউপির মো. সাফায়েতুল হক পাভেল, বোয়ালী ইউপির মো. শহিদুল ইসলাম সাবু, খোলাহাটী ইউপির মো. মাসুম হক্কানী, ঘাগোয়া ইউপির মো. আমিনুর জামান রিংকু, গিদারী ইউপির মো. হারুনুর রশীদ ইদু, কামারজানি ইউপির মো. মতিয়ার রহমান এবং মোল্লারচর ইউপির মো. সাইদুজ্জামান সরকার। রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে থাকায় তাঁর শপথ গ্রহণ স্থগিত রয়েছে। গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নের ১৫৫ জন সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য শপথ বাক্য পাঠ করেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তবে একটি মামলায় এক ইউপি সদস্য কারাগারে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। Share this:FacebookX Related posts: গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন, নৌকার মাঝি হলেন স্মৃতি গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন : ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় পঞ্চগড় নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচন বিরামপুর পৌর সভায় নৌকার বিজয় দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি চেয়ারম্যানগাইবান্ধায়নবনির্বাচিতসদস্যদের শপথ গ্রহণ