পঞ্চগড়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৮টি গরু উদ্ধার

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় গরু। এক শ্রেণীর চোরাকারবারিরা অবৈধভাবে এসব গরু নিয়ে আসছে। কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে এই চক্রটি। ইতোমধ্যে হাটবাজারগুলোতে কোরবানির গরু উঠতে শুরু করেছে।
প্রথমদিকে দেশীয় গরু উঠলেও ক্রমশ বাড়ছে ভারতীয় গরুর সংখ্যা। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসা ২৮টি ভারতীয় গরু আটক করেছে তেঁতুলিয়া থানার পুলিশ।

পুলিশ শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা শিবচন্ডি এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে গরু চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করেছে। উদ্ধার গরুগুলো ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে বলে দাবি পুলিশের।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় হতে শুরু করেছে। চোরাই পথে ভারতীয় গরু এনে শিবচন্ডি এলাকায় বেঁধে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে ছোট বড় ২৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। গরুগুলো এখন থানা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, দেশি খামারিদের কথা বিবেচনা করে ভারত থেকে কেউ যেন অবৈধ পথে গরু বাংলাদেশে আনতে না পারে সেজন্য পঞ্চগড় জেলা পুলিশ তৎপর রয়েছে। সেই তৎপরতার অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ২৮টি গরু উদ্ধার করেছে। গরুগুলোর প্রকৃত মালিক না থাকায় আইনী প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।