পিতা হত্যার বদলা নিতে আসামিকে কুপিয়ে জখম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক ; কক্সবাজারের পেকুয়ার আলোচিত দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন হত্যাকাণ্ডের জেরে হামলায় নাছির হত্যা মামলার অন্যতম আসামী মোজাফফর আহমদ (৬৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টইটং বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত মোজাফফর টইটং ইউনিয়নের পণ্ডিত পাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাফফর আহমদ মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মাত্রই তাঁর উপর হামলা করে একই এলাকার নাছিরের ছেলে মো. ইমরান (২৪), মো. আরমান (২২) ও স্ত্রী রহিমা খাতুন (৪৫)। এসময় ইমরানের দা’র কোপে মোজাফফর আহমদের মাথা ও দু’পায়ে গুরুতর জখম হয়। টইটং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলম মাঝি বলেন, মাগরিবের সময় আমি আমার দোকানের পাশের দোকানে বসেছিলাম। ওই সময় হঠাৎ দেখি আমার দোকানের সামনে মোজাফফর আহমদকে এলোপাতাড়ি দা দিয়ে কোপাচ্ছে ইমরান। আমি দৌড়ে এসে সেখান থেকে মোজাফফরকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে পাঠায়। মূলত পিতা হত্যার প্রতিশোধ নিতেই নাছিরের ছেলেরা মোজাফরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। মোজাফফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মজাফ্ফর আহমদের ছেলে আসহাব উদ্দিন বলেন, বাবা মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পুর্ব থেকে ওঁৎপেতে থাকা ইমরান তার ভাই আরমান ও মা রহিমা হামলা চালায়। ব্যাডমিন্টন ব্যাগে থাকা দারালো দা দিয়ে কোপানো হয়। এ সময় প্রান বাঁচাতে বাবা দৌড়ে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে গিয়েও হত্যার চেষ্টা করে। পরে তিনি ওই দোকান থেকে পালিয়ে প্রান বাঁচানোর চেষ্টা করে। তাকে ধাওয়া দিয়ে বাজার সমিতির সভাপতির দোকানের সামনে এলোপাতাড়ি কোপায় হামলাকারীরা। তারা অনেকদিন ধরে আমাদের হত্যার প্ল্যান করে। স্থানীয়রা জানায়, পিতা হত্যার প্রতিশোধ নিতে বর্বর হামলা চালানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারী ও জখমী ব্যক্তি সম্পর্কে চাচাতো দাদা নাতি। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, খুবই ন্যাক্কারজনক ঘটনা। পিতা হত্যার বদলা নিতে পরিকল্পিত হামলা করেছে। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ তাঁদের ধরতে চেষ্টা করছে। ২০২২ সালের ৩১ অক্টোবর রাতে জমির বিরোধে খুন হন দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন। পরেরদিন পেকুয়া থানায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা রুজু হয়। সে মামলার এজাহারনামীয় ২নং আসামী হলেন মোজাফফর আহমদ। তবে উচ্চ আদালত থেকে তিনি জামিন নিয়েছেন। Share this:FacebookX Related posts: পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম খাগড়াছড়িতে বিনম্র শ্রদ্ধায় ২১ ফেব্রুয়ারী উদযাপন লামায় দুই কিশোরীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন বিজয়নগরে ফেন্সিডিল-স্কাফ’সহ ২ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ আখাউড়ায় ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রায়পুরে গণঅবস্থান হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হযরত মুহাম্মদ (স.) ও “মা” আয়েশা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আসামিকেকুপিয়ে জখমপিতা হত্যার বদলা নিতে