নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কদম দেউলী রেলগেইট এলাকায় মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিআরপি পুলিশ জানায়, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঠাকুরাকোনা ইউনিয়নের কদমদেউলী রেলক্রসিং এলাকায় পৌঁছলে অজ্ঞাত ঐ ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ‌নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।