ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জারিয়া বালুঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ (৬৫) উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামের বাসিন্দা।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩ নং আপ ট্রেনটি দুপুর আড়াইটার দিকে জারিয়া রেল স্টেশন অতিক্রম করে। পরে জারিয়া বালুঘাটা নামক স্থানে ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় নিহত হন।

ধারণা করা হচ্ছে তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ময়মনসিংহ জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।