নেত্রকোণায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : নেত্রকোণায় পিকআপ ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস (৪০) এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার (৪২)। নিহত দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এদিকে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোণাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ বিষয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: নেত্রকোণায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-৩ নেত্রকোণায় ট্রাক চাপায় মহিলা নিহত গৌরীপুরে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ মরা আম গাছ ভেঙ্গে মাথায় পড়ে নিহত ২ চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২০ জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: নিহত ২নেত্রকোণায়পিকআপ-অটোরিকশারসংঘর্ষে