গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী কারাগারে

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলীতে গাঁজাসহ আটক স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সকিনা বন বিভাগের অফিসের সামনের এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা বন বিভাগের পাশের বাসিন্দা শানু মিয়া (৫৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রান্না ঘরে লুকানো দুটি প্লাস্টিকের পাত্রে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদেরকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাজী শাখাওয়াত হোসেন বলেন, স্বামী-স্ত্রী এলাকায় দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে মাদক বিক্রি করে আসছিলো। এমন খবরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে এক কেজি গাঁজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।